শুক্রবার ৪ এপ্রিল ২০২৫ - ২১:০০
 সম্পর্ক স্বাভাবিকীকরণ একটি ব্যর্থ প্রকল্প, প্রতিরোধ অক্ষই বিজয়ী হবে

শেখ মাহের হাম্মুদ বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষণ ও সিয়োনিবাদীদের প্রভাব চরমে পৌঁছেছে।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ইউনিয়ন অব রেজিস্ট্যান্স স্কলার্সের প্রধান শেখ মাহের হাম্মুদ জুমার খুতবায় বলেন, গাজা ও ফিলিস্তিনজুড়ে আমাদের রক্তের স্রোত প্রবাহমান থাকা সত্ত্বেও সিয়োনিবাদীদের অনুপ্রবেশ ও সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রকাশ্য রূপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি যোগ করেন, জায়োনিবাদী অপরাধীরা এখন ইদলিব, হোমস, হামা ও দারায় পর্যন্ত হাত বাড়িয়েছে। সেখানে আমাদের শ্রেষ্ঠ যোদ্ধারা শাহাদাত বরণ করেছেন। সাইদা শহরে কাসাম ব্রিগেডের এক বীর যোদ্ধাকে তার পুত্র ও কন্যাসহ হত্যা করা হয়েছে। এমন মহান ব্যক্তিত্ব—হাসান ফারহাত ও তার পরিবার—আমাদের মাঝে বিরল।

শেখ হাম্মুদ লেবাননের রাজনীতিতে মার্কিন-সিয়োনি হস্তক্ষেপের নিন্দা করে বলেন, লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট পদে জাতীয় স্বার্থে পরিচালিত কোনও যোগ্য প্রার্থীই উঠে আসেনি। যারা আত্মসমর্পণ ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চায়, তাদের সংখ্যাধিক্য তাদেরকে বৈধতা দেয় না। এই ভারসাম্যহীনতা আমাদেরকে প্রতিরোধের পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

তিনি সমাপ্তিতে জোর দিয়ে বলেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ একটি ব্যর্থ প্রকল্প। পরিস্থিতি ও চাপের মধ্যেও প্রতিরোধ অক্ষই চূড়ান্ত বিজয়ী হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha