মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:৩৪
ইমাম হুসাইন ও ইমাম আব্বাস (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে কোমে অধ্যয়নরত ভারতীয় ছাত্রদের আনন্দ মাহফিল 

হাওজা / ইমাম হুসাইন ও হযরত আব্বাস (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের ধর্মীয় শহর কোমে অধ্যয়নরত ভারতীয় ছাত্ররা এক আনন্দ মাহফিলের আয়োজন করে। 

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন ও হযরত আব্বাস (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ইরানের ধর্মীয় শহর কোমে অধ্যয়নরত ভারতীয় ছাত্ররা এক আনন্দ মাহফিলের আয়োজন করে। 

উক্ত আনন্দ মাহফিলে সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) এবং হযরত আব্বাস (আ.)-এর শান, মান ও মাকাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন আল-মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সদস্য  হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা ড. সাইয়্যেদ অওন নাকাভী সাহেব। এছাড়া উপস্থিত ছাত্ররা ইমাম হুসাইন (আ.) ও আব্বাস (আ.)’র শানে মানকাবাত, কবিতা আবৃত্তি করেন।

উক্ত আনন্দ মজলিসের সার্বিক তত্বাবধান করেছেন সাউথ ইন্ডিয়ান শিয়া উলামা কাউন্সিল এবং আল-বালাগ ফাউন্ডেশন (ইরান শাখা)।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha