মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:৪১

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,
مَن وَثِقَ بأنَّ ما قَدَّرَ اللّهُ لَهُ لَن يَفُوتَهُ اسْتَراحَ قَلبُهُ

যে ব্যক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার জন্য বা তার ভাগ্যে যা কিছু (রিযিক) নির্ধারণ করেছেন, তা অবশ্যই তার হস্তগত হবে- (তবে) তার হৃদয় (দুশ্চিন্তা মুক্ত হবে, স্থির ও) প্রশান্ত হবে।

[গুরারুল হিকাম, হাদীস- ৮৭৬৩]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha