বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৮:৩৬

হাওজা নিউজ এজেন্সি: রাসূলাল্লাহ্ (সা.) ইরশাদ করেন, 'প্রত্যেক মুসলমানেরই উচিত প্রতিদিন কিছু সদকা দেয়া!'

প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসুল! 'যার অর্থ-সম্পদ নেই, সে কী করবে?'

রাসুলুল্লাহ্ (সা.) জবাবে বললেন,

১. 'রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা সদকা!'

২. 'অজ্ঞাত ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়া সদকা!'

৩. 'রোগাগ্রস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সদকা!'

৪. 'সৎ কাজের আদেশ দেয়া সদকা!'

৫. 'অসৎ কাজে নিষেধ করা সদকা!'

৬. 'সালামের জবাব দেওয়াও সদকা!'

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্ঠা- ৫০]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha