মঙ্গলবার ১ এপ্রিল ২০২৫ - ১১:৫০
ফিতরা আদায় করতে ভুলে গেলে করণীয় কী?

ফিতরার পরিমাণ আপনার মাল থেকে আলাদা করে নিছক আল্লাহর নির্দেশ পালন ও তাঁর সন্তুষ্টি লাভের নিয়তে গরিবদের মধ্যে বিতরণ করুন।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী এর কাছে “ফিতরা আদায় করতে ভুলে গেলে করণীয়” সম্পর্কে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, যা এখানে আগ্রহী পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:

প্রশ্ন: আমি ফিতরা আদায় করতে ভুলে গিয়েছিলাম, এখন আমার করণীয় কর্তব্য কী?

উত্তর: বাধ্যতামূলক সতর্কতা (ইহতিয়াতে ওয়াজিব) হিসাবে, আপনাকে ফিতরা নিজ সম্পদ থেকে আলাদা করে কুরবাতে ইলাল্লাহ (আল্লাহর নৈকট্য লাভের) নিয়তে আদায় করতে হবে। তবে এটাকে “(যথাসময়) আদায়” বা “ক্বাযা (বাকি কাজ)” হিসাবে নিয়ত করবেন না। 

ব্যাখ্যা:-

- ফিতরা: রমজানের শেষে দেয়া অবধারিত দান (যাকাতুল ফিতর)। 

- ইহতিয়াতে ওয়াজিব বাধ্যতামূলক সতর্কতা: ধর্মীয় বিধানে সতর্কতামূলক পদক্ষেপ, যা পালন করা জরুরি। 

- কুরবাতের নিয়ত: একান্তভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য। 

- আদায়/ক্বাযার নিয়ত ছাড়া: ভুলে যাওয়া সত্ত্বেও এটিকে স্বাভাবিক ফিতরা হিসেবেই গণ্য করতে হবে, ক্বাযা মনে করে নয়। 

সুতরাং, ফিতরার পরিমাণ আপনার মাল থেকে আলাদা করে নিছক আল্লাহর নির্দেশ পালন ও তাঁর সন্তুষ্টি লাভের নিয়তে গরিবদের মধ্যে বিতরণ করুন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha