হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাজ্জাদ (আ.) বলেছেন,
مَنْ قَنَعَ بِما قَسَّمَ اللّهُ لَهُ فَهُوَ مِنْ اَغْنَی النـاسِ
যে ব্যক্তি আল্লাহ্ তার জন্য যা (রিজিক) নির্ধারণ করেছেন- তাতে সন্তুষ্ট, সে সর্বাধিক অভাবহীন মানুষের অন্তর্ভুক্ত।
[কাশফুল গুম্মাহ: খণ্ড- ২, পৃষ্ঠা- ১০২]
প্রয়োজনীয় ব্যাখ্যা: এই হাদিসে ইমাম সাজ্জাদ (আ.) স্পষ্টভাবে বোঝাচ্ছেন যে, আল্লাহ্র দেওয়া রিজিক ও ভাগ্যে সন্তুষ্ট থাকাই প্রকৃত সম্পদ। যে ব্যক্তি আল্লাহর তাকদিরে বিশ্বাস রেখে নিজের প্রাপ্যতায় তুষ্ট থাকে, সে আধ্যাত্মিক ও মানসিকভাবে সবচেয়ে সমৃদ্ধ। লোভ ও অসন্তুষ্টি মানুষকে চিরতরে অভাবগ্রস্ত করে, অন্যদিকে আল্লাহর বণ্টনে সন্তুষ্টি তাকে স্বাধীনতা ও প্রশান্তি দান করে। এটি আমাদেরকে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, তাঁর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার শিক্ষা দেয়।
আপনার কমেন্ট