হাওজা নিউজ এজেন্সি, ইসলামী চিন্তাবিদ, কুরআনের মর্মবিধাতা আল্লামা সৈয়দ জিশান হায়দার জাওয়াদী (রাহ.)-এর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে "জলসা-ই তকবীর ও তকরীম" শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার নয়া দিল্লির ইয়াওয়ান-ই-গালিবে অনুষ্ঠিত হয়েছে। ওলায়েত ফাউন্ডেশন, আল্লামা জাওয়াদীর রচনা সংরক্ষণ ও প্রচার সংস্থা এবং তানজিম আল-মাকাতিবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেইয়ের বিশেষ বার্তা পাঠ করা হয়।
প্রধান প্রতিবেদন:
সেমিনারের সূচনা: ক্বারী তাহা শায়েরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইরান থেকে আগত আয়াতুল্লাহ মোহসেন কোমি (দামাত বারাকাতুহু) সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথিবৃন্দ: ভারতের প্রাক্তন উলিল আমর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মেহেদী মেহেদভী পূর (দামাত বারাকাতুহু) এবং বর্তমান প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আব্দুল মাজিদ হাকিম ইলাহী (দামাত বারাকাতুহু) উপস্থিত ছিলেন।
খামেনেইয়ের বার্তা: আয়াতুল্লাহ কোমি ইরানের সর্বোচ্চ নেতার লিখিত বার্তা পাঠ করেন, যাতে তিনি বলেন: আল্লামা জাওয়াদীর ব্যক্তিত্ব শ্রদ্ধা ও সম্মানের দাবিদার। তিনি জ্ঞান, কর্ম, ত্যাগ ও আদর্শের অনন্য মিশেল ছিলেন।
বক্তাদের মূল বক্তব্য:
মেহেদী মেহেদভী পূর: আল্লামার বহুমুখী প্রতিভা ও অবদানের কথা স্মরণ করে তাঁর রচনাবলি সংরক্ষণের তাগিদ দেন।
আব্দুল মাজিদ হাকিম ইলাহী: সময়ের সদ্ব্যবহারে আল্লামার অসাধারণ নজির তুলে ধরে বলেন, স্বল্প জীবনে তিনি এত গ্রন্থ রচনা করেছেন যা একজন সাধারণ মানুষ পড়তেও পারবে না।
নরওয়ের প্রতিনিধি মাওলানা শামশাদ হোসেন রিজভী: ইউরোপে আল্লামার ধর্মীয় অবদান ও তাবলীগি কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
অন্যান্য উল্লেখযোগ্য অংশ:
কবিতার নজরানা: ওয়াসিম আমরুহভী ও জাওয়েদ কারারভী কবিতার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
গ্রন্থমেলা: আল্লামার ১০টি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়, যার মধ্যে ৬টি নতুনভাবে প্রকাশিত।
স্মারক প্রকাশনা: "আনওয়ার-ই-জিশান" শীর্ষক স্মরণিকা ও ওলায়েত টিভির প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
উপস্থিতি:
দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, কাশ্মীর, কার্গিল, মহারাষ্ট্র, বাংলা, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের আলেম-উলামা, ইরানের কালচারাল কাউন্সিলর ফরিদ আসর ও জিয়ায়ী নিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
সমাপনী:
আল্লামা জাওয়াদীর জ্যেষ্ঠ পুত্র হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ জাওয়াদ হায়দার জাওয়াদী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাবার রেখে যাওয়া জ্ঞানভাণ্ডার আমাদের পাথেয়।
আপনার কমেন্ট