মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ - ২১:১১
আলেমদের আকর্ষণ না থাকলে সমাজে তাদের কথার কোনো প্রভাব পড়বে না

হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমলী বলেন, ওয়ায়েজ (উপদেশদাতা) হলেন সেই পবিত্র, দক্ষ, ঐশী-আকৃষ্ট ব্যক্তি যার বাক্যে এমন আকর্ষণ সৃষ্টি হয় যাতে মানুষ আকৃষ্ট হয়।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ জাওয়াদি আমলী “উপদেশ”-এর অর্থ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন: 
উপদেশ- যা প্রশিক্ষণমূলক কাজের অন্তর্গত, তা শিক্ষাদান থেকে আলাদা। উপদেশ ও তারবিয়াত (প্রশিক্ষণ) হল যখন মানুষ উপদেশ দেয়। উপদেশ দেয় মানে কী? উপদেশ হল “মানুষকে হকের দিকে আকর্ষণ করা”- অর্থাৎ, উপদেশদাতা ব্যক্তির মধ্যে এমন একটি আকর্ষণী শক্তি থাকা যা শ্রোতাকে পাপ থেকে বিরত রাখে।

একজন আলেম যতক্ষণ না চুম্বকের মতো আকর্ষণী শক্তি ধারণ করে- ততক্ষণ তার বক্তৃতা, উপদেশ, কথা বা আচরণের কোনো প্রভাব থাকে না।

ওয়ায়েজ হলেন সেই পবিত্র, ঐশী-আকৃষ্ট দক্ষ ব্যক্তি, যার বাক্যে এমন আকর্ষণ সৃষ্টি হয় যাতে মানুষ আকৃষ্ট হয়। 

উপদেশ হল সৃষ্টিকে সত্যের দিকে আকর্ষণ করা। আমরা (আলেম-ওয়ায়েজ) যতক্ষণ চুম্বক না হব, ততক্ষণ সমাজে আমাদের কথার প্রভাব থাকবে না। 

১৩৮০/৯/৩০ (ইরানি বর্ষ)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha