হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মুম্বাই শহরের ঐতিহাসিক মুঘল মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভারতীয় উপমহাদেশে ওলি-ই ফকীহর সাবেক প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মেহদি মেহদাভীপুরের দীর্ঘদিনের সেবাকে সম্মানিত করা হয় এবং একইসাথে নতুন প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাকিম এলাহীকে স্বাগত জানানো হয়।
এই অনুষ্ঠানে মুম্বাই ও মহারাষ্ট্র রাজ্যের বিশিষ্ট উলামা, চিন্তাবিদ, সামাজিক বুদ্ধিজীবী এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এখানকার পরিবেশ ছিল জ্ঞান, সেবা ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, যা সকলের মধ্যে শ্রদ্ধা ও সম্প্রীতির প্রকাশ ঘটিয়েছে।
অনুষ্ঠানের বক্তারা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মেহদাভীপুরের স্মৃতিচারণ করে তাঁর ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড, বিশেষত মুসলিম ঐক্য সুদৃঢ়করণে তাঁর অগ্রণী ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের অন্য পর্যায়ে, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইন মেহদি হুসাইনী মেহদাভীপুরের ১৫ বছরের ব্যাপক কর্মপরিধি তুলে ধরেন। বিভিন্ন মাযহাবের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাঁর সেবাকে প্রশংসাযোগ্য বলে অভিহিত করেন।
এরপর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মেহদাভীপুর বক্তব্যে তাঁর দায়িত্বকালীন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাকিম এলাহীকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর সাফল্যের জন্য দোয়া করেন।
এই অনুষ্ঠানে ইরানের মুম্বাই কনস্যুলেট জেনারেল ড. মোহসেনী-ফর এবং ইরান কালচারাল হাউসের ডিরেক্টর জেনারেল ফাজেল উপস্থিত থেকে ওলি-ই ফকীহর দুই প্রতিনিধির সম্মানে ফুল ও শাল প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপনীতে, মুঘল মসজিদের ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ নাজিব আল-হাসান জাইদি উপস্থিত উলামা, তালিবে ইলম, যুবক ও বিভিন্ন গণসংগঠনের সদস্যদের, বিশেষত শিয়া যুব ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ব্যাপক উপস্থিতি জনগণের ধর্ম, উলামা ও ধর্মীয় নেতৃত্বের প্রতি গভীর অনুরাগেরই প্রতিফলন।
আপনার কমেন্ট