শনিবার ১২ এপ্রিল ২০২৫ - ১৩:২৩
আল-আকসা মসজিদের ইমামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল দখলদার ইসরাইল

ইহুদিবাদী দখলদার ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ সেলিমকে ৭ দিনের জন্য মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: গত শুক্রবার জুমার খুতবায় তিনি গাজায় ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান ও বেসামরিক নিহতদের বিষয়ে নিন্দা জানানোর পর তাকে আটক করা হয়।

জেরুজালেম পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও মসজিদে প্রবেশে নিষেধ আরোপ করে। ইসলামিক এনডৌমেন্ট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে। 

এর আগে ইমাম শেখ একরিমা সাবরিকেও একইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ফিলিস্তিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে। 

সূত্র: আনাদোলু এজেন্সি

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha