শনিবার ১২ এপ্রিল ২০২৫ - ১৩:৫২
ইরানি জনগণ কারও কাছে মাথা নত করবে না, অপমান মেনে নেবে না: আয়াতুল্লাহ আরাফি

কোমের জুমার ইমাম আয়াতুল্লাহ আলি রেজা আরাফি তার খুতবায় ঘোষণা করেন, ইরানি জাতি মর্যাদা ও সম্মানের পথে অগ্রসর হচ্ছে এবং কোনো অবস্থাতেই দাম্ভিক শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।  

হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, কোমের জুমার ইমাম আয়াতুল্লাহ আরাফি তার খুতবায় জোর দিয়ে বলেন, জাতীয় ঐক্য কোনো মূল্যে আলোচনার বিষয়ে বিঘ্নিত হতে দেওয়া যাবে না।

আয়াতুল্লাহ আরাফি খুতবায় বলেন, বৈশ্বিক দাম্ভিকতা সর্বদা দুটি পথ উপস্থাপন করে: হয় পশ্চিমা সভ্যতার অধীনতা স্বীকার করে জাতীয় স্বাধীনতা বিসর্জন দেওয়া, নয়তো ধ্বংসের পথে ঠেলে দেওয়া। কিন্তু ইসলামি বিপ্লব এই দুই ধারণাকে চ্যালেঞ্জ করে মর্যাদা ও সংকল্পের পথ বেছে নিয়েছে, যা বিশ্বকে একটি নতুন বার্তা দিয়েছে।

তিনি উল্লেখ করেন, ইরানি জাতি শহীদদের ও ইমাম খোমেইনি (রহ.)-এর পদাঙ্ক অনুসরণ করে প্রমাণ করেছে যে তারা না দাম্ভিকতার কাছে নতি স্বীকার করবে, না নিজের ভূমি ও সম্মান বিকিয়ে দেবে।

সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা যেকোনো মূল্যে শক্তিশালী রাখতে হবে, কারণ অসতর্কতা জাতির মর্যাদার জন্য বিপজ্জনক।" তিনি অর্থনীতি ও প্রযুক্তিগত উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ দাবি করেন।  

তিনি সতর্ক করে দিয়ে বলেন, শত্রু যেন এই ভুল না করে যে প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে। বরং মুমিনদের হৃদয়ে এর অগ্নি আজও প্রজ্বলিত, এবং নিপীড়নের বিরুদ্ধে এই সংগ্রাম অব্যাহত থাকবে।

প্রথম খুতবায় তিনি ইবাদতের সামাজিক ভূমিকা ব্যাখ্যা করেন: ইসলামি সমাজে ইবাদত কেবল ব্যক্তিগত আমল নয়, বরং এটি সমষ্টিগত সংস্কৃতির অংশ। পিতামাতাকে তিনি শিশুদের ধর্মীয় শিক্ষায় গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।  

কোমের জুমার ইমাম শেষে জোর দিয়ে বলেন, ইরানি জাতি ইমাম খোমেইনি ও শহীদদের পথ অনুসরণ করে উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করবে এবং বিশ্বের মজলুমদের সমর্থন দিয়ে যাবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha