সোমবার ১৪ এপ্রিল ২০২৫ - ১৩:৫৯
সুদান: দারফুরে শরণার্থী ক্যাম্পে হামলা; শতাধিক নিহত

সুদানের দারফুর অঞ্চলের শরণার্থী ক্যাম্পে হামলার ঘটনায় ২০ শিশুসহ ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে, জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন যে সুদানের আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (RSF) দারফুর অঞ্চলের খরা-দ্রস্ত ও গৃহহীন শরণার্থীদের ক্যাম্পে হামলা চালিয়েছে। এই হামলায় ২০ শিশুসহ ৯ জন ত্রাণকর্মী ও মোট ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন।

সুদানে জাতিসংঘের সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েটা সালামি জানান, আধাসামরিক বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল-ফাশার এবং ‘জমজম’ ও ‘আবু শারুক’ শরণার্থী ক্যাম্পে হামলা চালিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জমজম ও আবু শারুক ক্যাম্পে সাত লাখেরও বেশি মানুষ বাস করছে, যারা দারফুরের পূর্ববর্তী সংঘর্ষের কারণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

এই সাম্প্রতিক হামলা সুদানে গৃহহীন মানুষ ও ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক নৃশংস আক্রমণের অংশ, এবং এটি ছিল আরেকটি প্রাণঘাতী হামলা।

উল্লেখ্য, জমজম ও আবু শারুক ক্যাম্প সুদানের সেই পাঁচটি এলাকার অন্তর্ভুক্ত, যেগুলোকে ‘আকালের কবলে পড়া’ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মুখোমুখি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha