হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাওয়াদ (আ.) বলেছেন,
مَنِ انقَطَعَ إلى غَيرِ اللّه ِ وَكَلَهُ اللّه ُ إلَيهِ
যে ব্যক্তি আল্লাহ ব্যতিত ভিন্ন কারো ওপর ভরসা রাখে, আল্লাহ তাকে সেই (ভরসাকৃত বস্তু বা ব্যক্তির) উপরই ছেড়ে দেন।
[আদ-দুররাতুল বাহিরা (শহীদে আউয়াল), পৃষ্ঠা- ৩৯]
*সংক্ষিপ্ত ব্যাখ্যা:* এই হাদীসে ইমাম মুহাম্মাদ আত-তাকী (আ.) স্পষ্টভাবে বুঝিয়েছেন যে, আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির উপর পূর্ণ নির্ভরশীলতা রাখা বিপজ্জনক। কারণ, আল্লাহ যদি কাউকে তার নিজের উপর ছেড়ে দেন, তবে সেই ব্যক্তি বা বস্তু কখনই প্রকৃত সাহায্য দিতে পারবে না—যেহেতু সবকিছুর মালিক একমাত্র আল্লাহ।
*শিক্ষা:*
- একান্তভাবে আল্লাহর উপরই তাওয়াক্কুল (ভরসা) রাখতে হবে।
- সৃষ্টির সাহায্য বা সম্পদকে মাধ্যম মনে করতে হবে, কিন্তু চূড়ান্ত আশ্রয় হিসেবে নয়।
- আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে, সঠিক নিয়তে তাঁরই দিকে ফিরে আসা উচিত।
কেননা, “যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।” (সূরা তালাক: ৩)
আপনার কমেন্ট