শনিবার ১৯ এপ্রিল ২০২৫ - ১৬:০৬
আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফির পক্ষ থেকে শোক বার্তা

হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) কেন্দ্রীয় কার্যালয়, নাজাফে আশরাফ, ইরাক-এর পক্ষ হতে, মহান আলিম আল্লামা সৈয়দ_মোহাম্মাদ_বাক্বির_মুসাভি_কাশ্মিরি(কা.সা.)-এর ইন্তেকালে শোকবার্তা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হজরত আয়াতুল্লাহ আল-উজমা আল-হাজ হাফিজ বশীর হুসাইন নাজাফি (দামা যিল্লুহুল ওয়ারিফ) কেন্দ্রীয় কার্যালয়, নাজাফে আশরাফ, ইরাক-এর পক্ষ হতে, মহান আলিম আল্লামা সৈয়দ_মোহাম্মাদ_বাক্বির_মুসাভি_কাশ্মিরি(কা.সা.)-এর ইন্তেকালে শোকবার্তা।


  بسم اللہ الرحمن الرحیم
الحمد للہ الذی لا یُحمدہ علی مکروہ سواہ والصلاۃ والسلام علی خیر البریة ‏الرسول الاعظم محمد بن عبد اللہ و آله النجباء واللعنة علی اعدائھم اجمعین
قال اللہ سبحانه: إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُواْ إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ أُولَئِكَ عَلَيْهِمْ ‏صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ
صدق الله العلي العظيم


অত্যন্ত দুঃখ ও মর্মযাতনার সাথে আমরা জ্ঞানী ও গুণী আলেমে দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ বাকির মুসাভি কাশ্মিরি (রহ.)-এর ইন্তিকালের সংবাদ পেয়েছি। তাঁর মর্যাদা ও খেদমত কাশ্মীরের মুমিনদের জন্য সূর্যের মতই উজ্জ্বল। জাতি ও সমাজের জন্য চিন্তাশীল এমন ব্যক্তিত্বের চলে যাওয়া বিশেষ করে ভারত ও কাশ্মীরের মুমিনদের জন্য এক অপূরণীয় ক্ষতি।  
আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন তাঁর খেদমতগুলো কবুল করেন এবং কিয়ামতের দিন তাঁকে তাঁর পবিত্র পূর্বপুরুষ হজরত রসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া সাল্লাম, হজরত আমীরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহেমাস সালাম, হজরত ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা ও হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের বিশেষ শাফাআত নসিব করেন।  
আমরা এই মহান আলেমের ইন্তিকালে ইমামে জামানা (আ.ফা.) ও তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের পাশাপাশি সমস্ত শিয়া মোমিনিন ও বিশেষভাবে কাশ্মীরের মোমিনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।  
ওয়াস সালাম

আপনার কমেন্ট

You are replying to: .
captcha