রবিবার ২০ এপ্রিল ২০২৫ - ১৯:১২
ইহুদিবাদী সরকার গাজার কাদায় আটকা পড়েছে: মোশে দায়ান গবেষণা কেন্দ্র

ইহুদিবাদী গবেষণা কেন্দ্র মোশে দায়ান-এর ফিলিস্তিন ডেস্কের প্রধান মাইকেল মিলস্টেইন বলেছেন, ইহুদিবাদী সরকার তার ভুল কৌশলের কারণে গাজার কাদায় আটকা পড়েছে।  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাইকেল মিলস্টেইন ইদিওত আহরোনত পত্রিকায় প্রকাশিত তাঁর নিবন্ধে গাজার যুদ্ধ ও ইহুদিবাদী সরকারের পরিস্থিতি বিশ্লেষণ করে লিখেছেন, "ইসরাইল যেই পথই বেছে নিক না কেন, ক্ষতির সম্মুখীন হবেই। এখন তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও লিখেছেন, একদিকে যুদ্ধ চলমান থাকলে কোনো বন্দিই মুক্তি পাবে না, অন্যদিকে গাজা উপত্যকায় সম্পূর্ণ দখলদারিত্ব বজায় রাখার ইহুদিবাদী সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। হামাসও স্পষ্টভাবে ঘোষণা করেছে, "যুদ্ধ বন্ধ ও গাজা থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহার ছাড়া কোনো চুক্তিই গ্রহণযোগ্য নয়।"  

নিবন্ধে উল্লেখ করা হয়েছে, ইহুদিবাদী রাজনৈতিক নেতৃত্ব যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেজালেল স্মোটরিচের মতো মন্ত্রীরা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসের ধ্বংস, গাজা দখল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পক্ষে জোর দিচ্ছেন। যদিও অধিকাংশ ইহুদিবাদী এটির বিরোধী, কারণ গাজা দখল মানে বন্দিদের মৃত্যু নিশ্চিত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha