সোমবার ২১ এপ্রিল ২০২৫ - ২১:০৫
ভারত: ওয়াকফ আইন নিয়ে উদ্ধব ঠাকরের সরকারের উপর আক্রমণ

শিবসেনা (ইউবিটি)-এর নেতা উদ্ধব ঠাকরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ওয়াকফ বোর্ড ও ভাষা সংক্রান্ত ইস্যুতে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব ঠাকরে ওয়াকফ সংশোধিত আইন এবং মহারাষ্ট্রে হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তিনি সরকারকে লক্ষ্য করে বলেন, আমরা সবার কথা শ্রদ্ধার সাথে শুনব, কিন্তু যদি জোর করো, তবে সব উৎখাত করে দেব। ওয়াকফ প্রসঙ্গে তিনি বলেন, এই আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে, যা আমরা শুরু থেকেই প্রত্যাখ্যান করেছি। সুপ্রিম কোর্টও আমাদের প্রশ্নগুলোরই পুনরুল্লেখ করেছে।

ঠাকরে প্রশ্ন তোলেন, আজ যদি ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ দেওয়া হয়, তবে কী নিশ্চয়তা যে আগামীকাল মন্দিরে অহিন্দুদের নিয়োগ হবে না? তিনি স্পষ্ট ভাষায় যোগ করেন, হিন্দি না বললেই কেউ হিন্দু নয়—এমন নয়। মারাঠি ভাষাভাষীরা তোমাদের চেয়েও বেশি দেশপ্রেমিক।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha