মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ - ১৭:১৯
ইরান পারমাণবিক চুক্তির স্থায়ী নিশ্চয়তা চায়

পারমাণবিক আলোচনায় প্রাপ্ত ফলাফল যাতে বাস্তবায়িত হয়, সে জন্য বাধ্যতামূলক নিশ্চয়তার দাবি জানিয়েছে ইরান। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে অন্যান্য পক্ষের স্থায়ী ও কার্যকর অঙ্গীকার প্রয়োজন।

হাওজা নিউজ এজেন্সি: সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আলোচনার ফলাফল টেকসই ও কার্যকর করতে আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা বলে যে শুধু কথার অঙ্গীকারই যথেষ্ট নয়। 

দ্বিতীয় দফার আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান দীর্ঘসূত্রিতাপূর্ণ প্রক্রিয়া চায় না। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিকতার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য চুক্তি সম্ভব।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha