হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন,
خَيرُ الدُّنيا وَالآخِرَةِ مَعَ العِلمِ وَشَرُّ الدُّنيا وَالآخِرَةِ مَعَ الجَهلِ
দুনিয়া ও আখিরাতের কল্যাণ জ্ঞানের সাথে এবং দুনিয়া ও আখিরাতের অকল্যাণ অজ্ঞতার সাথে জড়িত।
[বিহারুল আনওয়ার, খণ্ড- ৭৯, হাদিস- ১৭০৫৬]
ব্যাখ্যা: এই হাদিস আমাদের জানাচ্ছে যে, প্রকৃত সফলতা — দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি — অর্জিত হয় সঠিক ও উপকারী জ্ঞানের মাধ্যমে। শুধু পার্থিব বিদ্যা নয়, বরং আল্লাহর পথের জ্ঞান, দ্বীন-বিষয়ক বোঝাপড়া এবং সৎ আমলের জ্ঞানই একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে। অন্যদিকে, অজ্ঞতা মানুষকে বিভ্রান্ত করে, ভুল পথে চালিত করে এবং শেষপর্যন্ত দুনিয়া ও আখিরাতে ধ্বংসের দিকে ঠেলে দেয়।
সুতরাং, একজন মুমিনের উচিত, সবসময় জ্ঞান অন্বেষণ করা এবং অজ্ঞতার অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখা।
আপনার কমেন্ট