শনিবার ১০ মে ২০২৫ - ১৫:৩৫
ভ্রান্ত মতাদর্শে মগজ ধোলাইয়ের কূটকৌশল: আমরা কতটুকু সচেতন?

হাওজা নিউজ এজেন্সি: বিকৃত ও বিভ্রান্তিকর মতবাদে বিশ্বাসী গোষ্ঠীগুলোর মধ্যে ‘মগজ ধোলাই’ একটি পরিকল্পিত ও পদ্ধতিগত প্রক্রিয়া। এতে মনস্তাত্ত্বিক কৌশলের মাধ্যমে ব্যক্তির চিন্তা, অনুভূতি এবং পরিচয়ে গভীর পরিবর্তন আনা হয়, ফলে তারা পরিণত হয় একপ্রকার অন্ধ অনুসারীতে, যারা পুরোপুরি গোষ্ঠীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। বারবার বার্তা প্রচার, আবেগময় পরিবেশ তৈরি এবং সামাজিক বিচ্ছিন্নতার মাধ্যমে এসব গোষ্ঠী ব্যক্তির স্বাধীন চিন্তাশক্তিকে দুর্বল করে ফেলে।

মগজ ধোলাই কী?

বিকৃত মতাদর্শসম্পন্ন গোষ্ঠীগুলোর মধ্যে মগজ ধোলাই বলতে বোঝায় এমন এক ধারাবাহিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তির চিন্তা, অনুভূতি, আচরণ এবং পরিচয়ে মৌলিক পরিবর্তন আনা হয়। এর চূড়ান্ত লক্ষ্য হলো—ব্যক্তিকে এমন এক সদস্যে পরিণত করা, যে নেতৃত্বের আদেশ নিঃশর্তে মেনে চলে।

[] এই প্রক্রিয়ায় সাধারণত যা ঘটে:

পূর্বের বিশ্বাস থেকে বিচ্ছিন্ন করা: ব্যক্তি তার আগের বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে সংশয়ে পড়ে এবং সেগুলোকে অকার্যকর মনে করতে শুরু করে।

নতুন বিশ্বাস আরোপ:
গোষ্ঠীর নতুন, এবং অনেক সময় যুক্তিহীন বিশ্বাসকে ‘অবশ্য মান্য সত্য’ হিসেবে মানতে বাধ্য করা হয়।

আচরণ ও আবেগের নিয়ন্ত্রণ: ব্যক্তিকে এমন আচরণ ও অনুভূতি প্রকাশে উৎসাহিত করা হয়, যা গোষ্ঠীর উদ্দেশ্য পূরণে সহায়ক; ভিন্নমত প্রকাশের সুযোগ থাকে না।

স্বাধীন চিন্তাশক্তি ও ইচ্ছাশক্তির বিলুপ্তি: ধীরে ধীরে ব্যক্তি তার নিজস্ব যুক্তিবোধ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে এবং গোষ্ঠীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে।

[] গোচরে আসা মগজ ধোলাইয়ের প্রচলিত কৌশলসমূহ:

পুনরাবৃত্তি: একই বার্তা বারবার প্রচার করে তা ব্যক্তির অবচেতন মনে গেঁথে দেওয়া হয়।

প্রবল আবেগ তৈরি: ভয়, অপরাধবোধ, প্রেম বা উচ্ছ্বাসের মতো আবেগ সৃষ্টি করে ব্যক্তি যাতে যুক্তিবোধ হারিয়ে ফেলে।

বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্নতা: পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে ব্যক্তিকে গোষ্ঠীর ওপর অধিক নির্ভরশীল করা হয়।

গোষ্ঠীগত চাপ: সুকৌশল ও ধারাবাহিকভাবে গোষ্ঠীর চাপ প্রয়োগের মাধ্যমে ব্যক্তিকে তাদের বিশ্বাস ও রীতিনীতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা হয়।

হুমকি ও ভয়ভীতি: বিরোধিতা দমনে হুমকি ব্যবহার করা হয়; সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়।

পরিচয়ের রূপান্তর: ব্যক্তি যেন তার বাহ্যিক রূপ, জীবনধারা এবং পরিচয় পরিবর্তন করে গোষ্ঠীর কাঙ্ক্ষিত রূপে নিজেকে রূপান্তর করে নেয়, সে উদ্দেশ্যে উৎসাহ দেওয়া হয়।

বিশ্বাসের অপব্যবহার: গোষ্ঠীর নেতা বা নেতৃবৃন্দ বন্ধুত্ব ও আস্থার ভান করে ধীরে ধীরে সদস্যদের মানসিকভাবে নিয়ন্ত্রণ করে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha