হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) একটি হাদীসে হিংসুক মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের সতর্ক করেছেন।
তিনি বলেছেন,
قالَ لُقْمانُ لاِبْنِهِ: لِلْحاسِدِ ثَلاثُ عَلاماتٍ: یَغْتابُ اِذاغابَ، وَ یَتَمَلَّقُ اِذا شَهِدَ، وَ یَشْمِتُ بِالْمُصیبَةِ
লোকমান (আ.) তাঁর পুত্রকে উপদেশ দিয়ে বলেছেন,
“হিংসুক ব্যক্তির তিনটি লক্ষণ রয়েছে:
১. সে কারও অনুপস্থিতিতে গীবত করে (নিন্দা করে),
২. সামনে থাকলে তোষামোদ ও চাটুকারিতা করে,
৩. আর যখন কেউ বিপদে পড়ে, তখন সে আনন্দ প্রকাশ করে ও বিদ্রূপ করে।”
[বিহারুল আনওয়ার, খণ্ড- ৯৬, পৃষ্ঠা- ২০৬]
শিক্ষণীয় বার্তা:
এই হাদীস থেকে আমরা শিখি যে হিংসা শুধু অন্তরের একটি রোগ নয়, এটি মানুষের আচরণ ও সামাজিক ব্যবহারে নোংরা রূপে প্রকাশ পায়। এইসব লক্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে চলাই প্রকৃত মুমিনের গুণ।
আপনার কমেন্ট