সোমবার ১৯ মে ২০২৫ - ২১:৩১
ইরানি সেনাবাহিনীর শত্রুপক্ষের বিমান শনাক্ত ও ধ্বংসে উল্লেখযোগ্য অগ্রগতি

ইরানি সেনাবাহিনী শত্রু বিমান শনাক্ত ও ধ্বংসে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানিয়েছেন, গত এক বছরে আমাদের রাডার ও নজরদারি ব্যবস্থার সক্ষমতা এবং শত্রুর গতিবিধি শনাক্ত করার দক্ষতা পাঁচ গুণ বেড়েছে। এছাড়াও, আক্রমণাত্মক বিমানের পিছু ধাওয়া করে সেগুলো ধ্বংস করার সক্ষমতাও দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে।

ইরনা’র রিপোর্ট অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি যৌথ এয়ার ডিফেন্স কমান্ড সদর দফতরের এক বৈঠকে বলেন, এই বৈঠকের উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনী এবং রেভল্যুশনারি গার্ডের মহাকাশবিষয়ক বাহিনীর যৌথ ‘হজরত হাতেমুল আম্বিয়া’ এয়ার ডিফেন্স সদর দফতরের প্রস্তুতি ও অগ্রগতির মূল্যায়ন করা। তিনি বলেন, আজ আমরা আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে প্রস্তুতি ও সক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতি প্রত্যক্ষ করছি।

জেনারেল মোহাম্মদ বাকেরি আরও বলেন, রাডার ও নজরদারি ব্যবস্থায় এবং বহিরাগতদের গতিবিধি শনাক্তে আমরা পাঁচ গুণ অগ্রগতি লাভ করেছি। একইসাথে, শত্রু বিমানের শনাক্তকরণ, ধাওয়া এবং ধ্বংস করার দক্ষতাও দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, আমাদের কমান্ড ও কন্ট্রোল সিস্টেম সফলভাবে কাজ করছে, দেশের আকাশসীমার পুরোপুরি নজরদারি করা হচ্ছে এবং সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থায় রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha