মঙ্গলবার ২০ মে ২০২৫ - ০৭:৩৪
ইসরায়েলের ’হাইফা বন্দরে নৌ-অবরোধ’ শুরুর ঘোষণা ইয়েমেনের

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত হাইফা বন্দরে নৌ-অবরোধ শুরু করার ঘোষণা দিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

হাওজা নিউজ এজেন্সি: ইয়েমেনি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: “আমরা আল্লাহর উপর ভরসা করে হাইফা বন্দর নৌ-অবরোধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি!

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গাজায় অবরোধ ও দুর্ভিক্ষ জারি রাখার প্রতিক্রিয়ায়। 

যে সব কোম্পানির জাহাজ হাইফা বন্দরে রয়েছে বা সেদিকে যাচ্ছে, তাদেরকে এই ঘোষণা মেনে চলতে হবে। 

হাইফা বন্দর এখন থেকে ইয়েমেনি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

ইয়েমেনি বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের অন্যতম প্রধান বন্দর ইলাত (উম্মুল রাশরাশ) সফলভাবে অবরোধ করে এর কার্যক্রম স্থগিত করতে সক্ষম হয়েছে।”

ইয়েমেনি বাহিনীর মুখপাত্র সতর্ক করে দিয়ে বলেন, “ফিলিস্তিনের নির্যাতিত জনগণ ও প্রতিরোধ আন্দোলনের সমর্থনে আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েল গাজায় আগ্রাসন ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত আমাদের সকল অভিযান অব্যাহত থাকবে।”

প্রেক্ষাপট:
গত কয়েক মাস ধরে ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ ইসরায়েলি জাহাজ ও সমর্থক দেশগুলোর জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে। এই প্রথম তারা সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডের একটি প্রধান বন্দর অবরোধের ঘোষণা দিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইসরায়েলি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, কারণ হাইফা বন্দর দেশটির আমদানি-রপ্তানির একটি প্রধান কেন্দ্র। 

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম

আপনার কমেন্ট

You are replying to: .
captcha