মঙ্গলবার ২০ মে ২০২৫ - ০৯:১৫
প্রথম শাহাদাতবার্ষিকীতে শহীদদের স্মরণে হাওযা ব্যবস্থাপনা কেন্দ্রের বিবৃতি

শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ছিলেন আদর্শ সেবক; শহীদ রাষ্ট্রপতি নিজেকে ইসলামী শাসনব্যবস্থার একজন ক্ষুদ্র সৈনিক মনে করতেন

হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওযা ব্যবস্থাপনা কেন্দ্র এক বিবৃতিতে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তাঁর সাথীদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বলেন:

শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি (রহ.) ছিলেন সেবার এক অনন্য আদর্শ।
তিনি বিচার বিভাগের নেতৃত্বে, আস্তানে কুদস রেজভির প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে, এমনকি স্বল্পকালীন কিন্তু অর্থবহ রাষ্ট্রপতি পদেও সর্বদা জনগণের সেবা এবং কল্যাণে বিশ্বাসী ছিলেন। নিজেকে তিনি ইসলামী ব্যবস্থার একজন বিনয়ী সৈনিক হিসেবে ভাবতেন।


বিবৃতির সম্পূর্ণ পাঠ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম
“মুমিনদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকারে সত্যপরায়ণ; তাদের কেউ কেউ প্রাণ বিসর্জন দিয়েছে এবং কেউ অপেক্ষমাণ; তারা কখনও অঙ্গীকার পরিবর্তন করেনি।” (আহযাব: ২৩)

এক বছর পেরিয়ে গেছে সেই মহান আত্মত্যাগীর শাহাদাতের, যিনি নিজেকে ইসলামী বিপ্লব ও জনগণের সেবায় উৎসর্গ করেছিলেন। তাঁর নিষ্কলুষতা ও অতুলনীয় আন্তরিকতা, দৃঢ় প্রত্যয় এবং অবিচল সংকল্পের মাধ্যমে তিনি ইরানের মর্যাদা ও জাতির গৌরব বৃদ্ধিতে জীবন উৎসর্গ করেন।
তাঁর প্রজ্ঞা ও সাহস, জাতীয় ও ইসলামী আদর্শের পক্ষে দৃঢ় অবস্থান, বিশ্ববাসীর দৃষ্টিকে মুসলিম ইরানির মর্যাদা ও আত্মমর্যাদার প্রতি আকৃষ্ট করেছে।

তিনি ছিলেন এক অনন্য সেবকের প্রতিচ্ছবি — বিচার বিভাগ, আস্তানে কুদস রেজভি এবং রাষ্ট্রপতি হিসেবে সর্বত্রই। সর্বোপরি, এই পথেই তিনি শহীদত্বের মহান রস পান করেন।

হাওযা ব্যবস্থাপনা কেন্দ্র শহীদ রাষ্ট্রপতি আয়াতুল্লাহ রায়িসি, শহীদ জনতার ইমাম আয়াতুল্লাহ আল-হাশেম, আত্মনিবেদিত পররাষ্ট্রমন্ত্রী শহীদ হুসেইন আমির আবদুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় শাহাদাতপ্রাপ্ত সব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।

এ কেন্দ্র কর্তৃপক্ষ ইসলাম, বিপ্লব এবং জাতির সেবার এই পবিত্র পথ অব্যাহত রাখার জন্য সকল দায়িত্বশীল ব্যক্তি ও ইরানের গৌরবময় জাতির প্রতি আহ্বান জানায়— দৃঢ়তা ও আশার সঙ্গে এই পথে এগিয়ে চলুন।

হাওযা ব্যবস্থাপনা কেন্দ্র

আপনার কমেন্ট

You are replying to: .
captcha