বুধবার ২১ মে ২০২৫ - ১২:৫১
কিয়ামতের জন্য প্রকৃত বিনিয়োগ

মানুষের উপকারে আসা মানেই কিয়ামতের জন্য এক উত্তম পুঁজি সংগ্রহ করা।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন,
مَنْ فَرَّجَ عَنْ مُؤْمِنٍ فَرَّجَ اللّٰهُ عَنْ قَلْبِهِ يَوْمَ الْقِيَامَةِ

যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ-কষ্ট লাঘব করে (এবং তাকে খুশি করে), আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার হৃদয়ের দুঃখ-কষ্ট দূর করে দেবেন (এবং তাকে খুশি করবেন)।

[উসুলে কাফি, খন্ড- ২, পৃষ্ঠা- ২০০]

ব্যাখ্যা ও শিক্ষা: এই হাদিসটি আমাদের শেখায়, মানবতার খেদমত করা এবং বিপদগ্রস্ত মুমিন ভাইয়ের পাশে দাঁড়ানো শুধু দুনিয়ার কল্যাণ নয়—আখিরাতেও এটি মুক্তির দ্বার খুলে দেয়। মুমিনের সমস্যার সমাধান করাই প্রকৃত অর্থে কিয়ামতের জন্য সর্বোত্তম বিনিয়োগ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha