বুধবার ২১ মে ২০২৫ - ১৮:২০
ইরান কখনই পরমাণু প্রযুক্তির অধিকার ত্যাগ করবে না: সংসদ

ইরানের সংসদ সদস্যদের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ এবং এই অধিকার কখনোই ত্যাগ করবে না পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র কখনই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও করবে না।

হাওজা নিউজ এজেন্সি: সংসদীয় বিবৃতিতে পরমাণু অপ্রসারণ চুক্তি (এনপিটি)-এর সদস্য হিসেবে ইরানের পরমাণু প্রযুক্তি ব্যবহারের বৈধ অধিকার থেকে পিছু না হটার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, “ইরান ইতিহাসের কোনো পর্যায়েই পরমাণু অস্ত্র তৈরির পথে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।”

এই বিবৃতি আমেরিকান কর্মকর্তা ও কংগ্রেস সদস্যদের ইরানের পরমাণু কার্যক্রম সম্পর্কিত সমালোচনার জবাবে দেওয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ’অযৌক্তিক’ বক্তব্যের তীব্র নিন্দা করে বলা হয়, “আমেরিকান কর্মকর্তারা ইরানি জাতির স্বার্থবিরোধী বক্তব্য দিচ্ছেন।” 

ইরানি সংসদ সদস্যরা আরও যোগ করেন, “বিশ্বের অগ্রণী শক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র আজ ভিত্তিহীন দাবি তুলে ইরানের পরমাণু শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে।”

উল্লেখ্য, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি পুনর্বহালের লক্ষ্যে চার দফা পরোক্ষ আলোচনা হয়েছে। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে একতরফা ভাবে সরে গিয়েছিলেন। বর্তমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন দল আলোচনায় অংশ নিচ্ছে। উইটকফ গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইরান যদি সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করে, তবে কোনো চুক্তি সম্ভব নয়।”

ইরানি কর্মকর্তারা এই শর্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে বলেছেন, “ইরান কখনই তার বৈধ অধিকার থেকে সরে আসবে না।” তারা ওয়াশিংটনের ”অযৌক্তিক দাবি” ও “স্ববিরোধী অবস্থান”এর তীব্র সমালোচনা করেছেন। 

সংসদীয় বিবৃতিতে পরিষ্কারভাবে বলা হয়, “ইরানের পরমাণু কর্মসূচি, যার মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত, সম্পূর্ণ বৈধ এবং এনপিটি ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সনদের সাথে সঙ্গতিপূর্ণ।”

এনপিটি-এর চতুর্থ অনুচ্ছেদ উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “এই অনুচ্ছেদ প্রতিটি সদস্য রাষ্ট্রকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু প্রযুক্তি গবেষণা, উৎপাদন ও ব্যবহারের পূর্ণ অধিকার প্রদান করে।”

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, “ইসলামী প্রজাতন্ত্র ইরান আইনগতভাবে পরমাণু জ্বালানি চক্রের সকল সুবিধা ভোগ করবে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে।”

সংসদ সদস্যরা স্মরণ করিয়ে দেন, “এনপিটি-এর একমাত্র শর্ত হলো পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিশ্চিত করা, যা আইএইএ-এর নিরাপত্তা ও তদারকি ব্যবস্থার মাধ্যমে যাচাই করা হয়।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha