হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাতে আল্লামা তাবাতাবাই পুরস্কার প্রদান অনুষ্ঠানে, প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান দেশটির বিশিষ্ট ২০ জন বিজ্ঞানী ও বুদ্ধিজীবীকে ইরানের এই সম্মানজনক জাতীয় পুরস্কারে ভূষিত করেন।
এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ানের পাশাপাশি ইরানের ন্যাশনাল এলিট ফাউন্ডেশনের চেয়ারম্যান হুসেইন আফশিন, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
আল্লামা তাবাতাবাই পুরস্কার ইরানের সর্বোচ্চ একাডেমিক সম্মান, যা বিজ্ঞান, গবেষণা, শিক্ষা ও চিন্তাশীল কার্যক্রমে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়।
জাতীয় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আজকের পৃথিবীতে সব সমস্যার সমাধানের পথ রয়েছে, তবে সেই সমাধানে পৌঁছাতে জ্ঞানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং গবেষকদের সহযোগিতা অপরিহার্য।
আপনার কমেন্ট