বৃহস্পতিবার ২২ মে ২০২৫ - ২০:৫৪
যে কোনো হামলার জবাব দিতে ইরান কুণ্ঠাবোধ করবে না: আরাকচি

ইসরাইলের অব্যাহত হুমকির জবাবে পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন, “ইরান যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে এবং নিজস্ব স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

হাওজা নিউজ এজেন্সি: আব্বাস আরাকচি বৃহস্পতিবার তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্টে এ বিবৃতি দেন। তিনি লিখেছেন, দুর্বৃত্ত ইসরাইলি শাসনগোষ্ঠীর হুমকি নতুন কিছু নয়। কিন্তু সাম্প্রতিক এক তথ্য ফাঁসে জানা গেছে, মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ইসরাইল ইরান ও এর পরমাণু স্থাপনায় অবৈধ হামলার পরিকল্পনা করছে। এটি উদ্বেগজনক এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তাৎক্ষণিক নিন্দা প্রয়োজন।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান
আরাকচি জানান, “তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে এ বিষয়ে চিঠি লিখেছেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলি হুমকি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। এ ধরনের হুমকি অব্যাহত থাকলে ইরানকে নিজস্ব পরমাণু স্থাপনা ও উপকরণ রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

তিনি এ চিঠিকে “একটি গুরুতর পূর্ব-সতর্কতা” বলে উল্লেখ করে যোগ করেন, আমাদের প্রতিকারের ধরন, মাত্রা ও পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। 

নেতানিয়াহুর উদ্দেশ্যে কঠোর ভাষা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে “আন্তর্জাতিক ফৌজদারি আদালতের পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী” আখ্যা দিয়ে বলেন, “মার্কিন নীতিকে প্রভাবিত করতে গিয়ে নেতানিয়াহু কূটনীতিকে ব্যাহত করতে ও তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা থেকে মনোযোগ সরাতে সর্বাত্মক চেষ্টা করছেন।”

ইরানের স্পষ্ট বার্তা
আরাকচি তাঁর বক্তব্য শেষ করেন এভাবে: “ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনো আক্রমণের জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না এবং নিজের স্বার্থ ও জনগণের সুরক্ষায় কোনো সীমাবদ্ধতা মানবে না।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha