বৃহস্পতিবার ২২ মে ২০২৫ - ২০:১৪
ঈদে গাদীরে খুম শিয়া মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইসলামী উৎসব

ইরানের রাজধানী তেহরানের ইসলামী প্রচার সমন্বয় পরিষদের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহসেন মাহমুদী গাদীরে খুমের ঈদের মহান মর্যাদা প্রসঙ্গে বলেন, “এ উৎসব ইসলামে ইমামত ও নেতৃত্বের ধারাবাহিকতার জীবন্ত প্রতীক।”

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ মোহসেন মাহমুদী গাদীরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “এটি ইসলামের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি। বিশেষ করে শিয়া মুসলমানদের কাছে এ দিনের মর্যাদা অপরিসীম। মানুষ নানা আয়োজনে এ পবিত্র দিনটি উদযাপন করে থাকে।”

সাম্প্রতিক বছরগুলোতে গাদীর উদযাপনের ব্যাপক প্রসার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “যদিও আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এ পবিত্র উৎসবের আনন্দ ও বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে আমাদের আরও প্রচেষ্টা চালাতে হবে। প্রতিটি মুসলমানের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।”

ইমামত ও নেতৃত্বের দশকের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “কুরবানির ঈদ থেকে শুরু হয়ে গাদীরের ঈদ পর্যন্ত এ দশকে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। মানুষ উৎসব আয়োজন, সদকা প্রদান ও আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে এ সময়টিকে স্মরণ করে থাকে।”

তেহরানসহ সারাদেশে গাদীর উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, “মসজিদ, মহল্লা ও বিভিন্ন প্রতিষ্ঠানে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা আশা করি, এ ধরনের জনপ্রিয় আয়োজন দিন দিন আরও সম্প্রসারিত হবে। তরুণ প্রজন্ম ও পরিবারগুলো গভীর ধর্মীয় আবেগ নিয়ে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।”

তিনি তার বক্তব্য শেষ করেন এভাবে, “গাদীরের উৎসব আরও ব্যাপকভাবে পালন করতে হবে। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচিত এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করা। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন এ উৎসবের বার্তা পৌঁছায়, সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। ইনশাআল্লাহ আমাদের এ প্রচেষ্টা আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha