শুক্রবার ২৩ মে ২০২৫ - ১১:২৬
প্রতিটি নিঃশ্বাসই জীবনের অবিচ্ছেদ্য অংশ!

আমাদের প্রতিটি নিশ্বাসই হল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশবিশেষ। তাই প্রতিটি নিঃশ্বাসেই আল্লাহর সন্তুষ্টির দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার মাধ্যম হওয়া উচিত।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেন,
اِنَّ اَنْفاسـَکَ اَجـْزاءُ عُمـْرِکَ، فَلا تُفْنِها اِلاّ فی طاعَةٍ تُزْلِفُکَ

তোমার প্রতিটি নিশ্বাস হল তোমার জীবনের একটি অংশবিশেষ; সুতরাং এগুলোকে এমন কাজে ব্যয় করো না- যা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে না।

[গুরারুল হিকাম, খণ্ড- ২, পৃষ্ঠা- ৪৯৯]

এই হাদীস আমাদেরকে সময় ও জীবনের মূল্য সম্পর্কে সচেতন হতে শিক্ষা দেয়, যেন আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha