হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহ বেহজাত (রহ.) দোয়ার গুরুত্ব ও তা কবুলের শরয়ী পদ্ধতিসমূহ ব্যাখ্যা করেছেন। তিনি শিখিয়েছেন যে, অন্য মুমিনদের জন্য দোয়া করলে এবং তাদের দুঃখ-কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে আমাদের নিজেদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়
তিনি তার ‘বেহজাতুদ দোয়া’ গ্রন্থে লিখেছেন,
“দোয়া কবুলের একটি উত্তম শরয়ী পদ্ধতি হলো- যখন কেউ কোনো সমস্যায় পড়ে বা বিশেষ কোনো হাজত পোষণ করে, তখন সে যেন এভাবে দোয়া করে: ‘হে আল্লাহ! আমার এই সংকটের মতো সমস্ত মুমিন-মুমিনাতের সব সমস্যা আপনি দূর করে দিন। আমার এই প্রয়োজনের মতো সকল মুমিনের প্রয়োজন আপনি পূরণ করুন!’
কারণ, এভাবে দোয়া করলে ফেরেশতাগণ সেই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। আর ফেরেশতাদের দোয়া অবশ্যই কবুল হয়।”
বিশেষ দিকনির্দেশনা:
১. দোয়ার সময় অন্য মুমিনদের জন্য দোয়াকে অগ্রাধিকার দেওয়া,
২. নিজের প্রয়োজনের পাশাপাশি সমগ্র উম্মতের কল্যাণ কামনা করা,
৩. দোয়াতে ইখলাস (আন্তরিকতা) রক্ষা করা।
সূত্র: বেহজাতুদ দোয়া, পৃষ্ঠা ২৮
আপনার কমেন্ট