হাওজা নিউজ এজেন্সি: সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাতে বিপুল গোলাবারুদ ব্যবহার করার পর ইসরায়েলের সামরিক মজুদ পুনর্গঠনের অংশ হিসেবে এই অনুমোদন দেওয়া হল।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (DSCA) এক বিবৃতিতে জানায়, “এই বিক্রয় প্রস্তাব ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়তা করবে। এটি তাদের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনবসতিকে রক্ষার সক্ষমতা বৃদ্ধি করবে।”
DSCA আরও উল্লেখ করে, “ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল যেন আত্মরক্ষায় সক্ষম একটি শক্তি হিসেবে টিকে থাকতে পারে, তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অংশ।”
এই বিক্রয়ের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে চূড়ান্ত বিক্রয়ের আগে কংগ্রেসের অনুমোদন এখনও বাকি।
এর আগে, ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর এক নজিরবিহীন বিমান হামলা চালায়। এ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনা, বিজ্ঞানী এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।
তবে তেহরান বারংবার সুস্পষ্টভাবে জানিয়েছে—তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বেসামরিক সেবা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।
আপনার কমেন্ট