হাওজা নিউজ এজেন্সি: আমরা ইমাম হুসাইন (আ.) উচ্চতর ফিকহ ও উসুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা, অন্যান্য হাওযা সদস্য এবং সম্মানিত ও সংগ্রামী ইরানি জনগণের সঙ্গে একাত্ম হয়ে ঘোষণা করছি—ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। এই অঙ্গীকারে আমরা রক্ত দিয়ে বিশ্বস্ততার মোহর এঁকে দিচ্ছি।
আমরা আমেরিকা ও ইসরাইলের মতো বর্বর ও অবমাননাকর শাসকগোষ্ঠীর বিরুদ্ধে “মুহারিব” ঘোষণার যে সাহসী ও ঐতিহাসিক ফতোয়া আপনি (হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজি) প্রদান করেছেন, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই—যারা দুঃসাহসিকভাবে ইসলামী প্রতিরোধের পতাকাবাহক এবং ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে হুমকি দিয়েছে।
চিঠিটি নিম্নরুপ:
শিয়া জাহানের সম্মানিত মারজায়ে তাকলিদ, হযরত আয়াতুল্লাহ আল উজমা মাকারেম শিরাজি (দামাত বারাকাতুহুম)-এর খেদমতে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
মাহে মুহাররাম—ত্যাগ, কুরবানী ও প্রতিরোধের মাস—উপলক্ষে আমরা আপনাকে সমবেদনা জানাচ্ছি।
আমরা, ইমাম হুসাইন (আ.) উচ্চতর ফিকহ ও উসুল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা, ইসলাম ও মুসলিম উম্মাহর শত্রু আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে আপনার পক্ষ থেকে জারি করা সাহসী ও দূরদর্শী ফতোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিঃসন্দেহে, এই প্রজ্ঞাপূর্ণ ফতোয়া হকপন্থী শক্তিকে নতুন শক্তি জুগিয়েছে, জুলুম ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জিহাদের পথকে আরও সুস্পষ্ট করেছে এবং বিশ্বজুড়ে ঈমানদার ও বিপ্লবী মানুষদের ঐক্যবদ্ধ প্রতিরোধে আহ্বান জানিয়েছে।
আমরা ঘোষণা করছি, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মুহারিবদের মোকাবেলায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রস্তুত এবং এই অঙ্গীকারে আমাদের অবস্থান দৃঢ় ও অটল।
আমরা বিশ্বের সব নিপীড়িত ও স্বাধীনতাপ্রেমী জনগণকে আহ্বান জানাই, যেন তারা এই ফতোয়ার আলোকে প্রতিরোধের ঐক্যবদ্ধ কাতারে শরিক হয়।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু
শিক্ষকবৃন্দ, ফুযালা ও ছাত্রসমাজ
ইমাম হুসাইন (আ.) উচ্চতর ফিকহ ও উসুল শিক্ষা প্রতিষ্ঠান
আপনার কমেন্ট