হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, শান্তির জন্য কাজ করা মার্কিন যুদ্ধবিরোধী ব্যক্তিরা সোমবার সম্মিলিতভাবে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত ইরানের প্রতিনিধি দপ্তরে গিয়ে ইসরায়েলি আগ্রাসনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মার্কিন যুদ্ধবিরোধীরা এ সময় শোকবার্তা বইতেও তাদের অনুভূতি লিখে ইরান সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ইরানের প্রতিনিধি দপ্তরে যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদি বিরোধী সংগঠন নাতুরি কারতা-র সদস্যরাও ছিলেন।
ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী জায়নবাদী আগ্রাসনে শহীদদের স্মরণে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দপ্তরে সোমবার থেকে একটি শোকবার্তা বই রাখা হয়েছে।
জাতিসংঘ সদরদপ্তরে উপস্থিত অন্যান্য দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরাও ইসরায়েলি আগ্রাসনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকবার্তা বইতে তাদের বার্তা লিখে স্বাক্ষর করেন।
শান্তির পক্ষে কাজ করা মার্কিন নারী কর্মীরা ইসরায়েলি আগ্রাসনে শহীদ নিরীহ ইরানি শিশুদের ছবি দেখে আবেগ ধরে রাখতে পারেননি এবং অশ্রুসজল চোখে ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আপনার কমেন্ট