হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা জাওয়াদী আমুলী শহীদ ও শাহাদত প্রসঙ্গে বলেন, শহীদ যেমন বলেন ‘ইয়া লাইতানি’, তেমনি আমাদের আনুষ্ঠানিক কর্মসূচিও এই যে, যখনই কারবালাকে স্মরণ করি, বলি: ‘ইয়া লাইতানি’। এটি আমাদের ধারাবাহিক রীতি, যেমন ইমাম রেজা (আ.) রাইয়্যান ইবনে শাবীবকে বলেছিলেন— ‘যখনই হুসাইন ইবনে আলী (আ.)-এর কথা স্মরণ করো, বলো: ইয়া লাইতানি—হায়! যদি আমি তোমার সঙ্গে থাকতাম!’
শুধু আমরা নই, শহীদরাও ওদিক থেকে বলেন ‘ইয়া লাইতানি’। কুরআনের সূরা ইয়াসিনে শহীদের বার্তা লক্ষ্য করো— যখন সে শহীদের মিষ্টি পানীয় পান করল, তখন তাকে বলা হলো:
"قِيلَ ادْخُلِ الْجَنَّةَ"
‘তুমি জান্নাতে প্রবেশ করো!’ এটি হচ্ছে বারযাখি জান্নাত।
এরপর শহীদ সেই জান্নাত থেকে বলেন,
يَا لَيْتَ قَوْمِي يَعْلَمُونَ، بِمَا غَفَرَ لِي رَبِّي، وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ
‘হায়, যদি আমার কওম জানত, আমার প্রতিপালক কীভাবে আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন!’
অতএব, এই ‘ইয়া লাইতানি’ উভয় দিক থেকেই আসে— একদিকে ইমাম রেজা (আ.) আমাদের বলেন: ‘হায়, যদি আমরা তাঁর সঙ্গে থাকতাম’, আর অন্যদিকে শহীদরাও বলেন, ‘হায়, যদি তোমরা আমাদের সঙ্গে থাকতে এবং দেখতে, এখানে কী চলছে!’"
আপনার কমেন্ট