হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আযারবাইজানে অনুষ্ঠিত ইকো (ECO) সংস্থার ১৭তম শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী ও বেআইনি হামলার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের আইনি প্রতিরক্ষায় আগ্রাসনকারীদের একটি বড় শিক্ষা দিয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইসরায়েলি সরকারের এই হামলা জাতিসংঘ সনদের দ্বিতীয় ধারার চতুর্থ উপধারা সহ আন্তর্জাতিক আইন ও সব নীতিমালার খোলামেলা লঙ্ঘন ছিল।
তিনি জানান, টানা বারো দিন ধরে চলা এই নৃশংস আগ্রাসনের সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাধারণ নাগরিক, আন্তর্জাতিক পরমাণু সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প এবং জনগণের মৌলিক অবকাঠামোগুলোকে লক্ষ্য করে অপরাধমূলক হামলা চালানো হয়েছে, যার ফলে ব্যাপক প্রাণহানি ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমি এই সংকটকালে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করায় অঞ্চলভুক্ত দেশসমূহ এবং ইকো সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বের অনেক সংস্থা ও আন্তর্জাতিক জোট ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর এই হামলার কঠোর নিন্দা জানিয়ে স্পষ্ট বিবৃতি প্রকাশ করেছে।
তিনি বলেন, ইকো-র ১৭তম শীর্ষ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যাতে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো যায় এবং এর ফলে উদ্ভূত আঞ্চলিক ও বৈশ্বিক হুমকির বার্তা আবারও বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া যায়।
আপনার কমেন্ট