হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) প্রয়াত কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
মুসাভির এই বক্তব্য ইসরায়েলের চাপিয়ে দেওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের অন্যতম স্পষ্ট ও কৌশলগত হুঁশিয়ারি হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বোঝা যায়, তেহরান শুধু প্রতিরোধে প্রস্তুত নয়, বরং একটি নির্দিষ্ট, চূড়ান্ত সামরিক প্রতিক্রিয়ার পরিকল্পনাও সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে।
তিনি বলেন, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রথম নির্দেশনার ভিত্তিতে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। যুদ্ধ সাময়িকভাবে থেমে যাওয়ায় এটি বাস্তবায়ন করা হয়নি, তবে এখনও তা “সম্পূর্ণ প্রস্তুত” অবস্থায় রয়েছে।
মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইহুদিবাদী শাসন আবার ভুল করে, তাহলে সেই বিকলকারী পরিকল্পনা সন্দেহাতীতভাবে কার্যকর হবে।”
তিনি প্রয়াত জেনারেল সালামির নেতৃত্বগুণের প্রশংসা করে বলেন, “সাহস, দৃঢ়তা ও সম্মুখসারিতে নির্ভীক উপস্থিতিই ছিল তার জীবনের বৈশিষ্ট্য। শত্রুর সামনে ছিলেন অটল, আর বন্ধুদের মাঝে ছিলেন সদয় ও অনুপ্রেরণাদায়ী।”
জনগণের উদ্দেশে মুসাভি বলেন, “আপনারা এমন এক জাতি যারা ঐক্য ও সংকল্পের মাধ্যমে শত্রুকে পিছু হটাতে বাধ্য করেছ।”
তিনি আরও জানান, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর—একজন অভিজ্ঞ ও বিপ্লবী সেনা কর্মকর্তা, যিনি বিভিন্ন রণাঙ্গনে কার্যকর ভূমিকা রেখেছেন—তিনি এখন IRGC-এর নেতৃত্বে সংগঠনটিকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাবেন।
আপনার কমেন্ট