রবিবার ৬ জুলাই ২০২৫ - ০৯:১২
ইরান, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতসহ সারা বিশ্বে পালিত হচ্ছে আশুরা-ই-হুসাইনি

ইরান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ সারা বিশ্বে আজ ধর্মীয় শ্রদ্ধা ও গভীর আবেগের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরার দিন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরান, ইরাক, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ সারা বিশ্বে আজ ধর্মীয় শ্রদ্ধা ও গভীর আবেগের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র আশুরার দিন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ রোববার সকাল থেকেই ছোট-বড় সকল শহর ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে সাইয়্যেদুশ শোহাদা হযরত ইমাম হুসাইন (আ.)-এর শোকানুষ্ঠান। 
মসজিদ, ইমামবাড়ি এবং অন্যান্য পবিত্র স্থানে আয়োজন করা হয়েছে শোকসভা ও ধর্মীয় আলোচনা। 
এসব সভায় বিশিষ্ট আলেম ও ধর্মপ্রচারকরা ইমাম হুসাইনের পবিত্র জীবনচরিত তুলে ধরছেন এবং তাঁর গুণাবলি ও কারবালার হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দিচ্ছেন। সেইসাথে চলছে নওহা পাঠ ও সীনা জানি (বুকে আঘাত করে শোক প্রকাশ)।

বিশ্বের অন্যান্য দেশ থেকেও ইমাম হুসাইনের শোকানুষ্ঠান ও তাজিয়ার খবর আসছে। 
ইরাক থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এই মুহূর্তে অসংখ্য শোকার্ত মানুষ পবিত্র কারবালা নগরীতে ইমাম হুসাইনের পবিত্র রওজা শরীফের পাশে দাঁড়িয়ে শোক পালন করছেন।

হাওজা  তাদের সকল শ্রোতা, দর্শক, পাঠক এবং সারা বিশ্বের মুসলিম ও মুক্তিকামী মানুষদের প্রতি আশুরা দিবসের গভীর সমবেদনা ও শোকবার্তা জানিয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha