হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নেপাল, [৫ জুলাই ২০২৫]: ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের পবিত্র স্মরণে নেপালের আহলে সুন্নাত সম্প্রদায়ের উদ্যোগে এক বিশাল শোক মিছিলের আয়োজন করা হয়। এই আয়োজনে দেশটির বিভিন্ন স্থান থেকে আগত শোকপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন, যা ছিল শিয়া-সুন্নি ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য উদাহরণ।
মিছিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন।
তিনি এক হৃদয়গ্রাহী ভাষণে ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগ ও ইসলামের জন্য তাঁর সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।
মাওলানা আবেদিন বলেন, "কারবালার শিক্ষাই হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান।"
তিনি তাঁর বক্তব্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইমাম খামেনী’র হুসাইনি নেতৃত্বের কথাও উল্লেখ করেন এবং বলেন, "আয়াতুল্লাহ খামেনী সেই নেতৃত্বের প্রতিচ্ছবি যিনি ইমাম হুসাইন (আ.)-এর আদর্শকে আজকের যুগে বাঁচিয়ে রেখেছেন এবং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন।"
এই শোক মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে ইসলামি মূল্যবোধ, ঐক্য ও মানবতার বার্তা তুলে ধরা হয়। নেপালে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এ ধরনের আন্তঃসম্প্রীতির অনুষ্ঠান সকলের মাঝে উদারতা ও ভ্রাতৃত্বের বীজ বপন করে যাচ্ছে।
আপনার কমেন্ট