শনিবার ৫ জুলাই ২০২৫ - ০৯:৫৩
ইসরায়েলের অপরাধ থামাতে ইসলামি উম্মাহর ঐক্যই একমাত্র পথ

ইসলানি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধের একমাত্র উপায় হলো ইসলামি বিশ্বের ঐক্য। তিনি আজারবাইজানের খানকেন্দিতে অনুষ্ঠিত ইকো শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

হাওজা নিউজ এজেন্সি: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হওয়া উচিত, কারণ টেকসই নিরাপত্তা কেবল পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব।”

তিনি বলেন, “ইসলামি বিশ্বের বিপুল সম্পদ থাকা সত্ত্বেও দুঃখজনকভাবে জায়োনিস্ট শাসকগোষ্ঠী গাজায় প্রকাশ্য হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেখানে হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে। এই আগ্রাসন সরাসরি আমেরিকা ও ইউরোপের সমর্থনে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।”

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, “এই অপরাধ থামানোর একমাত্র পথ হলো ইসলামি উম্মাহর ঐক্য। ইরান সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের পক্ষপাতী। যখন ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন তারা ভেবেছিল, দেশ বিভক্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো—সমালোচকরাও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন।”

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বৈঠকে বলেন, “এই অঞ্চল আর একটি যুদ্ধ সহ্য করতে পারবে না। ইসরায়েলকে অবিলম্বে গাজায় তার হামলা বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান কেবল সংলাপের মাধ্যমেই সম্ভব এবং তুরস্ক এ বিষয়ে মধ্যস্থতা করতে প্রস্তুত। ইরান যে প্রজ্ঞার সঙ্গে এই সংকটে প্রতিক্রিয়া জানিয়েছে, তা দেখিয়েছে—সমাধানের পথ কেবল কূটনীতি ও সংলাপেই নিহিত।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha