হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নেপাল, নেপালগঞ্জ – ইনশাআল্লাহ, পবিত্র আশুরার দিনে এক ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী হতে যাচ্ছে নেপালের নেপালগঞ্জ শহর। আশুরার দিনে শহরের কারবালা প্রাঙ্গণে শিয়া, আহলে সুন্নাত এবং অন্যান্য ধর্মাবলম্বী প্রায় তিন হাজার শোকরত মানুষের অংশগ্রহণে প্রথমবারের মতো একটি বিশেষ মোকিব (সেবা কেন্দ্র ও খাদ্য বিতরণ স্টল) স্থাপন করা হবে, যেখানে থাকবে ইরানের মহামান্য সর্বোচ্চ নেতা (রাহবার)-এর ছবি।
এই মহতি উদ্যোগটি কেবল ধর্মীয় অনুশাসনেরই প্রতিফলন নয়, বরং আন্তঃধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে। সকল ধর্ম ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণ আশুরার সার্বজনীন বার্তাকে নতুন মাত্রা দেবে বলে আয়োজকরা আশাবাদী।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেবামূলক স্টল থেকে আশুরার দিনে আগত শোকাহতদের মাঝে পানীয় জল, খাদ্য, ও প্রাথমিক সেবাসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত এবং কারবালার মহান আদর্শ সম্পর্কে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নেপাল বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় ও বহুধর্মীয় সমাজব্যবস্থা নিয়ে গর্বিত একটি দেশ, যেখানে এ ধরনের উদ্যোগ ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে সকলেই বিশ্বাস করেন।
আপনার কমেন্ট