সোমবার ৭ জুলাই ২০২৫ - ১৪:১৯
ইমাম হুসাইন (আ.)— উম্মতের নাজাতের নৌকা

ইতিহাসের প্রতিটি সঙ্কটময় সন্ধিক্ষণে মানবতা যখন পথহারা, তখন আলোর দিশারূপে আবির্ভূত হয়েছেন আল্লাহর হুজ্জতরা। সেই ধারাবাহিকতায় ইমাম জাফর সাদিক (আ.) এক সুগভীর হাদীসে ইমাম হুসাইন (আ.)-কে উম্মতের নাজাতের ভরসাস্থ নৌকা হিসেবে আখ্যায়িত করেছেন—যাঁর অনুগমনই হেলায় পতনের বিরুদ্ধে প্রকৃত নিরাপত্তা।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম সাদিক (আ.) বলেন,
الحُسَینُ سَفینَةُ النَّجاةِ، مَن تَمَسَّکَ بِهَا نَجَا مِنَ الْهَلَاکَةِ
হুসাইন (আ.) হচ্ছেন নাজাতের নৌকা; যে এতে আঁকড়ে ধরে (আরোহন করে), সে ধ্বংস (ডুবে যাওয়া) থেকে রক্ষা পায়।

[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ১৪, পৃষ্ঠা ৩৫২]

ইমাম হুসাইন (আ.)-এর জীবন ও শাহাদাত কেবল অতীতের একটি শোকগাথা নয়—বরং তা মানবতার চিরন্তন মুক্তির পথনির্দেশ। তাঁর আদর্শে যিনি নিজেকে সমর্পণ করেন, তিনি শুধু সময়ের অন্যায় থেকে মুক্তি পান না, বরং আল্লাহর নৈকট্যেও পৌঁছে যান। হুসাইন (আ.)-এর নাম এক জীবন্ত চেতনার নাম—যা প্রতিটি যুগে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রেরণা এবং পথভ্রষ্টতার বিরুদ্ধে হেদায়েতের বাতিঘর হয়ে আছে। তাই হুসাইনি নৌকায় ওঠাই হল চিরস্থায়ী নিরাপত্তা, শান্তি ও সফলতার একমাত্র দিকনির্দেশ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha