সোমবার ৭ জুলাই ২০২৫ - ২১:০৭
ইরানের ওপর আমেরিকা-ইসরায়েলি হামলার নিন্দা জানালেন ব্রিকস নেতারা

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনের নেতারা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার রাতে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “আমরা ১৩ জুন ২০২৫ থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর পরিচালিত সামরিক হামলার নিন্দা জানাচ্ছি। এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা বেসামরিক অবকাঠামো এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) পূর্ণ পর্যবেক্ষণে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও IAEA-এর প্রাসঙ্গিক সিদ্ধান্তগুলোর লঙ্ঘন।”

নেতারা জোর দিয়ে বলেন, “পরমাণু নিরাপত্তা, সুরক্ষা ও নজরদারির নীতিমালা—এমনকি সংঘাতপূর্ণ পরিবেশেও—মানুষ ও পরিবেশের সুরক্ষার জন্য সর্বদা বজায় রাখা আবশ্যক।”

তারা আরও বলেন, “আমরা আঞ্চলিক সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাই যেন এই ইস্যুটিকে তাৎক্ষণিক গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।”

এদিকে, ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার রিও ডি জেনেইরো পৌঁছেছেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য—“আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসনব্যবস্থার জন্য গ্লোবাল সাউথের সহযোগিতা জোরদার করা”—ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বিস্তৃত পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকায়ী।

উল্লেখ্য, ৬–৭ জুলাই অনুষ্ঠিত এই ১৭তম বার্ষিক ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান। ব্রিকস হলো বৈশ্বিক দক্ষিণভুক্ত দেশগুলোর জন্য একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমন্বয় প্ল্যাটফর্ম, যা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তারে কাজ করে থাকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha