হাওজা নিউজ এজেন্সি: ফাইনানশিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধ মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব ও হস্তক্ষেপ নিয়ে আঙ্কারা গভীরভাবে উদ্বিগ্ন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলকেই সরাসরি আঞ্চলিক অস্থিতিশীলতার মূল উৎস বলে আখ্যায়িত করে বলেন, “সমস্যা ফিলিস্তিনি, লেবাননি বা ইরানিরা নয়—মূল সমস্যা হচ্ছে ইসরায়েল।”
অন্যদিকে, ইসরায়েলের নীতিনির্ধারক মহলেও তুরস্কের ভূমিকাকে ঘিরে উদ্বেগ বাড়ছে। দেশটির কিছু নিরাপত্তা বিশ্লেষকের মতে, ভবিষ্যতে তুরস্ক হয়তো ইরানের চেয়েও বড় হুমকি হয়ে উঠতে পারে।
এছাড়া, ইসরায়েল বর্তমানে সিরিয়ায় কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলছে—যাদের তুরস্ক শত্রু হিসেবে দেখে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে।
এই প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে যুক্তরাষ্ট্র এখন তুরস্ক ও ইসরায়েল—এই দুই গুরুত্বপূর্ণ মিত্রের মধ্যে উত্তেজনা প্রশমনে জটিল কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি।
আপনার কমেন্ট