হাওজা নিউজ এজেন্সি: রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটিতে আশুরা উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে নাইম কাসেম বলেন, “ইসরায়েলের হুমকি আমাদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। এই হুমকি আমাদের প্রতিরোধ নীতিকে ভাঙতে পারবে না।”
তিনি জোর দিয়ে বলেন, “স্বাধীনতা ও মর্যাদা রক্ষা একটি ঈমানি দায়িত্ব—এমনকি যদি তাতে সময় কিংবা বহু ত্যাগও স্বীকার করতে হয়। জায়নিস্ট শত্রু এখনও লেবাননের পাঁচটি জেলা দখল করে রেখেছে এবং আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা এই দখলদারিত্ব কখনোই মেনে নেব না।”
হিজবুল্লাহ নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর চাপের মুখে লেবানন সরকার প্রতিরোধ আন্দোলনকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাচ্ছে। অথচ, ইসরায়েলের বারবার সীমান্ত লঙ্ঘন, বায়বীয় গুপ্তচরবৃত্তি ও আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সরকার ও রাজনীতিকরা নীরব ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি বলেন, “আমরা প্রতিরোধ চালিয়ে যাব, কারণ আমাদের কাছে মুক্তি কেবল অধিকার নয়, বরং কর্তব্য। আমেরিকা ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সমীকরণ—‘হয় আত্মসমর্পণ করো, নয়তো মরো’—আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের অধিকার। আমরা শহীদ হতেও প্রস্তুত, বিজয় অর্জন করতেও প্রস্তুত—এই দুই পথেই আমরা প্রস্তুত।”
ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে নাইম কাসেম বলেন, “ইরান তাদের ঐক্য, দৃঢ়তা ও নেতৃত্বের মাধ্যমে ইসরায়েলকে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ করেছে। আয়াতুল্লাহ খামেনেয়ী আমাদের সবসময় সাহস, ঈমান, সহানুভূতি ও দিকনির্দেশনা দিয়ে শক্তি জুগিয়েছেন। আমরা ইরানি জাতিকে অভিনন্দন ও সালাম জানাই, যাদের ঐক্য ও অবস্থান ইসরায়েলের স্বপ্নভঙ্গ ঘটিয়েছে।”
আপনার কমেন্ট