বুধবার ৯ জুলাই ২০২৫ - ১৫:৪৩
হোয়াইট হাউস এক যুদ্ধাপরাধীর আতিথ্য দিচ্ছে: বার্নি স্যান্ডার্সের বিবৃতি

আমেরিকান সিনেটর বার্নি স্যান্ডার্স নেতনিয়াহুর আমেরিকা সফরের তীব্র সমালোচনা করে বলেছেন, হোয়াইট হাউস এখন এক যুদ্ধাপরাধীর আতিথ্য করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বিশিষ্ট মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স হোয়াইট হাউসে নেতনিয়াহুর আগমনের তীব্র নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় স্যান্ডার্স বলেন, আজ হোয়াইট হাউস এমন একজন যুদ্ধাপরাধীর আতিথ্য দিচ্ছে, যাকে আন্তর্জাতিক আদালত দোষী সাব্যস্ত করেছে।

বার্নি স্যান্ডার্স আরও বলেন, ট্রাম্পই হোন বা বাইডেন—উভয়েই নেতনিয়াহুর উগ্রপন্থী সরকারকে সমর্থন দিয়েছেন, যারা গাজায় সাধারণ মানুষকে হত্যা করেছে এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha