হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাজাপুর, [৯ জুলাই ২০২৫]: রাজাপুর পশ্চিমপাড়া আলিয়া ইমাম বাড়ায় পবিত্র ইমাম হোসাইন (আ.)-এর তেজা উপলক্ষে এক ভাবগম্ভীর শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। শোকানুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলেমে দ্বীন মাওলানা হাসান মাহদী সাহেব। তিনি তার বক্তব্যে আহলে বাইত (আ.)-এর মহত্ব ও মর্যাদা সম্পর্কে গভীরভাবে আলোচনা করেন।
তিনি বলেন, “আহলে বাইত (আ.) হচ্ছেন দ্বীনের প্রকৃত পথপ্রদর্শক। তাঁদের জীবনাদর্শই সত্য ও ন্যায়ের প্রতীক।”
মাওলানা মাহদী আরও বলেন, আমাদের জীবনে সফলতা ও মুক্তি লাভের জন্য আহলে বাইত (আ.)-এর পদাঙ্ক অনুসরণ করা অত্যাবশ্যক। তাঁরা যেমন আল্লাহর পথে অবিচল ছিলেন, আমরাও তাঁদের মতোই সত্য ও ন্যায়ের পথে চললে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ করতে পারবো।
শোকানুষ্ঠান শেষে ইমাম হোসাইন (আ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাসায়েব পাঠ করেন।
পুরো অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়, যেখানে শ্রোতাদের চোখে জল ছিল এবং অন্তরে আহলে বাইতের (আ.) প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য প্রতিফলিত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার কমেন্ট