হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ভেনেজুয়েলা ও আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতায়, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল নাসিরজাদে সিয়োনিস্ট হামলার তীব্র নিন্দা জানান এবং ইরানের প্রতি এই দেশগুলোর সরকার ও জনগণের শক্তিশালী অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সিয়োনিস্ট সরকার এবং তাদের পশ্চিমা মিত্রদের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপের এমন শক্তিশালী জবাব দেওয়া হবে, যা তাদের নিজেদের আগ্রাসী বোকামির জন্য অনুতপ্ত করে তুলবে।
আমেরিকা ও ইউরোপের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, এই সিয়োনিস্ট আগ্রাসন আমেরিকা ও সমগ্র পশ্চিমা বিশ্বের যা কিছু বিশ্বাসযোগ্যতা ছিল, তাও শেষ করে দিয়েছে।
তিনি ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর দাঁতভাঙা প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, দখলদার সিয়োনিস্ট সরকার ও তার সমর্থকরা যুদ্ধবিরতির অনুরোধ করেছে, যা আমরা গ্রহণ করেছি। তবে আমরা প্রস্তুত আছি—তাদের যেকোনো আগ্রাসনের কঠিন ও যন্ত্রণাদায়ক জবাব দিতে।
আপনার কমেন্ট