সোমবার ৭ জুলাই ২০২৫ - ১৫:৫১
শত্রুর সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহইয়া রাহিম সাফাভি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পনার মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত।

হাওজা নিউজ এজেন্সি: পবিত্র মুহাররমের শোকানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জায়নিস্টরা ভালো করেই জানে—আমাদের কিছু গুরুত্বপূর্ণ বাহিনী, যেমন নৌবাহিনী ও কুদস ফোর্স, এখনো সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। এমনকি সেনাবাহিনীও এখনো সম্পূর্ণভাবে সক্রিয় হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করেছি এবং সেগুলো নিরাপদ জায়গায় সংরক্ষিত রয়েছে।”

সাফাভির এই বক্তব্য ইঙ্গিত দেয় যে, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কেবল প্রতিক্রিয়াশীল নয়, বরং বহুমাত্রিক ও কৌশলগতভাবে সংগঠিত। শত্রুদের উদ্দেশ্যে তিনি সতর্ক বার্তা দিয়ে বলেন—যুদ্ধ শুরু হলে ইরানের হাতে এখনো অপ্রকাশিত বহু শক্তি সংরক্ষিত রয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha