হাওজা নিউজ এজেন্সি:* মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে পেজেশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সঙ্গে ইরানের সহযোগিতা, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নিজের সরকারের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি এবং চাই না তা অব্যাহত থাকুক। আমার দায়িত্ব গ্রহণের পর থেকে আমি ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্পর্ক গঠনের পক্ষে অবস্থান নিয়েছি।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দুনিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট বলেন, “নেতানিয়াহু ১৯৯২ সাল থেকেই বারবার প্রচার করে আসছেন যে, ইরান পরমাণু বোমা বানাতে চায়। তিনি মার্কিন প্রেসিডেন্টদের মগজে এই মিথ্যা ঢুকিয়েছেন। অথচ বাস্তবতা হলো, আমরা কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে চাইনি, এখনও চাই না এবং ভবিষ্যতেও না। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর স্পষ্ট ফতোয়ায় এটি নিষিদ্ধ।”
আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে প্রেসিডেন্ট বলেন, “আমরা IAEA-এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছি। কিন্তু তাদের পক্ষপাতমূলক আচরণ এবং তথ্যে ফাঁসের কারণে এই আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কেন্দ্র তাদের তদারকিতে ছিল, সেগুলোতেই হামলা হয়েছে, অথচ কোনো প্রতিবাদ শোনা যায়নি।”
পরিশেষে পেজেশকিয়ান বলেন, “সংকট নিরসনের পর আমরা আবারও আলোচনায় ফিরতে পারি, তবে সেটি হবে কেবল তখনই, যখন আলোচনার প্রক্রিয়ায় পারস্পরিক আস্থা ও ন্যায্যতা ফিরে আসবে।”
আপনার কমেন্ট