হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তারিখ: ১৩ জুলাই, ২০২৫ | স্থান: পান্ডুয়া, হুগলি
১৪৪৭ হিজরির ১৮ই মহররম উপলক্ষে আজ হুগলী জেলার পান্ডুয়া থানার অন্তর্গত বারোয়ারী তলা গ্রামে এক ভাবগম্ভীর শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ডল পরিবারের ভাই-বোনদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল আশুরা বিপ্লবের চেতনা ছড়িয়ে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস।
অনুষ্ঠানটি শুরু হয় মাগরিবের নামাজের পর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব এবং মুস্তাক আহমদ সাহেব। তাঁরা মহররম ও আশুরার ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই শোকানুষ্ঠানটি ছিল শিয়া ও সুন্নি সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত — ইত্তেহাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে অংশগ্রহণ করেন প্রায় ৫০-৬০ জন নারী-পুরুষ, যাঁরা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন ও হৃদয়ে আশুরার চেতনা ধারণ করেন।
এই ধরণের উদ্যোগ স্থানীয়ভাবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।
আপনার কমেন্ট